Tuesday 7 September 2021

ব্লগ ওয়েবসাইটে কোন ক্যাটাগরি পোস্ট লেখা উচিত?

আপনি যদি ওয়েবসাইট জগতে নতুন হয়ে থাকেন অথবা কনটেন্ট রাইটিং নিয়ে আপনার বেশি ধারণা না থাকে তাহলে আপনি হয়তো প্রায়ই কনফিউশনে পড়ে থাকেন যে কোন টাইপের লোক পোস্ট লেখা উচিত বা কি ধরনের ব্লগ পোস্ট লিখলে ভবিষ্যতে সেটি কাজে দিবে।


ব্লগ পোস্টের টপিক সিলেক্ট করার আগে যে বিষয়টি মাথায় রাখা উচিত

আপনারা কখনো এটা চিন্তা করে পোস্ট করবেন না যে এই বিষয়ে লিখলে মানুষ বেশি আকৃষ্ট হবে। আপনারা সবসময় তথ্যবহুল আর্টিকেল লেখার চেষ্টা করবেন । কখনো ভুল তথ্য দিয়ে বা লোভ ধরানোর মতো কিছু দিয়ে ভিজিটর আনার চেষ্টা করবেন না। সহজ ভাষায় বলতে গেলে ক্লিকবেট জিনিসটাকে এভয়েড করবেন। 

আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ব্লগিং করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করবেন কিন্তু আপনি জানেন না আছে সেটা কিভাবে করবেন এবং কোন পথে গেলে আপনার জন্য ভালো হবে। 

ব্লগিং জগতে এগিয়ে যাওয়ার জন্য অথবা একজন সফল ব্লগার হওয়ার জন্য সুন্দর এবং ভাল মানের একটি পোস্ট এর গুরুত্ব অনেক বেশি। এখন আমি আপনাকে দেখাবো ভালো মানের একটি ব্লগ পোষ্ট লেখার জন্য সেরা কয়েকটি উপায়।

স্টেপ ১: পোষ্টের জন্য সিলেক্ট করার আগে অবশ্যই সে বিষয়ে অনেক রিসার্চ করে নিবেন । সঠিক তথ্য এবং গবেষণার ওপর ভিত্তি করে আপনার উচিত একটি ব্লগপোষ্ট লেখা।

স্টেপ ২: এমন একটি টাইটেল নির্বাচন করুন যেটা তথ্যবহুল একইসঙ্গে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে এমন। ভুয়া কোনো তথ্য দিয়ে আকর্ষণ পাওয়ার চেষ্টা মোটেই করবেন না।

স্টেপ ৩: পোষ্ট লিখে প্রাথমিক অবস্থায় সেটা পাবলিশ করে দিবেন না। ড্রাফট করে রাখুন, আস্তে আস্তে তাতে কিছু জিনিস সংযোগ এবং বিয়োযোগ করতে থাকুন। যখন দেখবেন যে পোষ্ট টি পড়তে যথেষ্ট তত্ববহুল এবং প্রফেশনাল লাগছে তখন পাবলিশ করে দিবেন।